
২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক????
মুখ্যমন্ত্রীর ঘোষণা : বাংলায় ফেরার পর এক বছর প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা।
পরিযায়ী শ্রমিক/কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও:-
পশ্চিমবঙ্গের বাইরে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদের জন্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছেন। প্রতিমাসে এর া পাঁচ হাজার টাকা করে পাবেন। প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে যে সমস্ত নথিপত্র প্রয়োজন তা নিম্নরূপ :–
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. রেশন কার্ড
৪. নিজস্ব ব্যাঙ্ক পাস বুক
৫. দু কপি ফটো
৬. দুটি বৈধ মোবাইল নাম্বার
৭. নমিনির নাম ও তার আধার ও ভোটার কার্ড
৮. পঞ্চায়েত প্রধানের থেকে তাই বাসিন্দার সংশয় পত্র
৯. স্ব ঘোষণা ও ১০ জন ব্যক্তির স্বাক্ষর
১০. কোথায় ও কি কাজ করে তার প্রমাণ ও ঘোষণা
১১. কোন কোম্পানির আন্ডারে কাজ করে তার ব্যানার, পোস্টার, লিফলেট, ঠিকানা ও মোবাইল নাম্বার
১২. কত টাকা মাসে পায় ও কত তারিখে পায় তার অনলাইন অথবা অফলাইন প্রমাণপত্র
১৩. কাজের আইডি কার্ড ও গ্রুপ ফটো
১৪. কোম্পানির বিল্ডিং এর ছবি
১৫. ট্রেনের রিজার্ভেশন টিকিট
এই সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিলাপ করে জমা করতে হবে।

PARIJAYEE SHRAMIK | APPLE NOW | CLICK |
PARIJAYEE SHRAMIK | APPLE DATE | |
APPLE LAST | NOT | DATE NOT DELEAR |
পরিযায়ী শ্রমিক PDF ডাউনলোড নিচে দেওয়া লিংকে ক্লিক করুন
CLICK HERE
***** পরিযায়ী শ্রমিক MANUAL APPLICATION
CLICK HERE
