
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত
স্কুলে ক্লার্কও গ্রুপ-ডি পদে ৮,৪৭৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
২৯ আগস্টস্কুল সার্ভিস কমিশন (Memo No. 1644/CSSC/Estt/2025) এক বিজ্ঞপ্তিতেজানায়,
এই দুই পদে নিয়োগেরজন্য দরখাস্ত নেওয়া হবে.
পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষা ফী ও নিয়োগ সংক্রান্ত
আরো বিস্তারিত তথ্য ৩১ আগস্ট ওয়েবসাইটে বেরোনোর কথাছিল,কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি।
খুব শিগগিরই তা বের করবে স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিক থাকলে, ১৬ সেপ্টেম্বর থেকেই
অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে। বিস্তারিত জানতে পারবেন এই ওয়েবাসইটে:
কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স দরকার আর প্রার্থী বাছাই পদ্ধতি নিচে দেওয়া হল:
এইট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
মাধ্যমিক পাশরাও আবেদনের যোগ্য।
বয়স হতে হবে ১-১-২০২৫’এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
মাধ্যমিক বা, স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাশ, ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
স্কুল ফাইনাল বা, মাধ্যমিকের বদলে ‘পুরনো কোর্সে উচ্চমাধ্যমিক (ওল্ড এইচ.এস.)’ পাশ হলেও যোগ্য।
সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১-১-২০২৫’এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন শুরু | ১ ৬ সেপ্টেম্বর |
আবেদন শেষ | ৩১ অক্টোবর পর্যন্ত |
শূন্যপদ | ৫,৪৮৮টি |
- প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্টহবে
- যাঁরা কম্পিউটার টাইপিং জানেন না, তাঁরাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন।
৫ বছর, ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধীরা ৮ বছর বয়সে ছাড় পাবেন।
**** SC,ST ৫ বছর, ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধীরা ৮ বছর বয়সে ছাড় পাবেন।
**** ভাষা যোগ্যতা ঃ-
কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। বাংলা /ইংরিজি / হিন্দি / নেপালী / ওড়িয়া / সান্তাড়/ তেলুগু/উর্দু – এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম /দ্বিতীয়/তৃতীয় ভাষা হিসাবে থাকতে হবে।
>> প্রার্থী বাছাই
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। 1st SLST, 2025′ পরীক্ষার মাধ্যমে। ‘গ্রুপ-ডি’ পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৪৫ নম্বর। অভিজ্ঞতার / ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে ৫ নম্বর। ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৪৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের (এম.সি.কিউ.) প্রশ্ন হবে এইসব বিষয়ে (১) জেনারেল নলেজ-১৫টি, (২) কারেন্ট অ্যাফেয়ার্স-১৫টি, (৩) অ্যারিথমেটিক-১৫টি।
APPLICATION – CLICK NOW
কর্মসংস্থান পেপার – CLICK
ক্লার্ক’ পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৬০ নম্বর, অ্যাকাডেমিক স্কোরে থাকবে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে ৫ নম্বর, ওরাল ইন্টারভিউয়ে থাকবে ১০ নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায়
ম্বরের লিখিত পরীক্ষায় ৬০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের (এম.সি.কিউ.) প্রশ্ন হবে এই ৪টি বিষয়ে (১) জেনারেল নলেজ-১৫, (২) কারেন্ট অ্যাফেয়ার্স-১৫, (৩) জেনারেল ইংলিশ-১৫, (৪) অ্যারিথমেটিক-১৫। অ্যাকাডেমিক স্কোরে ১০ নম্বর দেওয়া হবে এইভাবে। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ হলে ১০ নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ হলে ৮ নম্বর ও তৃতীয় বিভাগে পাশ হলে ৬ নম্বর।
