শিক্ষামূলক

শ্রমশ্রী প্রকল্পের অনলাইন করার জন্য কি কি নিয়ম আছে একবার দেখে নাও

২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক????

মুখ্যমন্ত্রীর ঘোষণা : বাংলায় ফেরার পর এক বছর প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা।


পরিযায়ী শ্রমিক/কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও:-

পশ্চিমবঙ্গের বাইরে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদের জন্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছেন। প্রতিমাসে এর া পাঁচ হাজার টাকা করে পাবেন। প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে যে সমস্ত নথিপত্র প্রয়োজন তা নিম্নরূপ :–
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. রেশন কার্ড
৪. নিজস্ব ব্যাঙ্ক পাস বুক
৫. দু কপি ফটো
৬. দুটি বৈধ মোবাইল নাম্বার
৭. নমিনির নাম ও তার আধার ও ভোটার কার্ড
৮. পঞ্চায়েত প্রধানের থেকে তাই বাসিন্দার সংশয় পত্র
৯. স্ব ঘোষণা ও ১০ জন ব্যক্তির স্বাক্ষর
১০. কোথায় ও কি কাজ করে তার প্রমাণ ও ঘোষণা
১১. কোন কোম্পানির আন্ডারে কাজ করে তার ব্যানার, পোস্টার, লিফলেট, ঠিকানা ও মোবাইল নাম্বার
১২. কত টাকা মাসে পায় ও কত তারিখে পায় তার অনলাইন অথবা অফলাইন প্রমাণপত্র
১৩. কাজের আইডি কার্ড ও গ্রুপ ফটো
১৪. কোম্পানির বিল্ডিং এর ছবি
১৫. ট্রেনের রিজার্ভেশন টিকিট
এই সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিলাপ করে জমা করতে হবে।

PARIJAYEE SHRAMIK APPLE NOW CLICK
PARIJAYEE SHRAMIK APPLE DATE
APPLE LAST NOTDATE NOT DELEAR

পরিযায়ী শ্রমিক PDF ডাউনলোড নিচে দেওয়া লিংকে ক্লিক করুন
CLICK HERE

***** পরিযায়ী শ্রমিক MANUAL APPLICATION
CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *