রেলে গ্রুপ ‘ডি’ পদে ২২ হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ।

⇒মূল তথ্য (Railway Group D Recruitment 2026)

⇔পদ সংখ্যা: প্রায় ২২,০০০ গ্রুপ-D (Level-1) শূন্যপদ।

⇒যোগ্যতা: সাধারণত 10ম পাশ (Class-10) বা সমমানের মান্যযোগ্য শংসাপত্র। 

পদের ধরন: Track Maintainer, Pointsman, Assistant (Bridge/ TRD/ Operations/ Loco Shed ইত্যাদি) সহ বিভিন্ন Level-1 রেলওয়ে কাজ।

আবেদন শুরু:21 জানুয়ারি 2026 থেকে।

⇒আবেদনের শেষ তারিখ: প্রায় 20 ফেব্রুয়ারি 2026 (অনলাইন)।

🔹 বয়সসীমা: সাধারণত 18-33/36 বছর (নির্দিষ্ট নোটিফিকেশনে বিস্তারিত দেখুন)।

🔹 বেতন: প্রাথমিকভাবে Level-1 বেতন স্কেল (প্রায় ₹18,000

🔹 নির্বাচন প্রক্রিয়া: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক দক্ষতা/PEET, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা।


আবেদন কোথায়:-

প্রার্থীকে অনলাইনভাবে RRB-এর অফিসিয়াল পোর্টালrrbapply.gov.in এ গিয়েই আবেদন করতে হবে (Notification ও আবেদন ফর্ম সেখানেই পাওয়া যাবে)।
📌 কি ধরণের পদ আছে?




Group-D এর Level-1 শূন্যপদে বিভিন্ন ধরনের কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন—
✔ Track Maintainer
✔ Pointsman
✔ Assistant (Bridge/Operations/TRD/Loco Shed ইত্যাদি)
✔ অন্যান্য Ground-Level Support Staff

কর্মসংস্থান

SSC GD Constable Recruitment 2026

২৫,৪৮৭ কনস্টেবল নিয়োগ
কোন নিয়োগ?

SSC GD Constable Recruitment 2026
“General Duty Constable” এবং “Rifleman (GD)” পদের জন্য
নিয়োগ চলছে ২৫,৪৮৭টি শূন্যপদে

🛡️ কোন বাহিনীগুলোতে নিয়োগ?

নিচের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীগুলিতে এই নিয়োগ করা হচ্ছে:

  1. Border Security Force (BSF)

  2. Central Industrial Security Force (CISF)

  3. Central Reserve Police Force (CRPF)

  4. Sashastra Seema Bal (SSB)

  5. Indo-Tibetan Border Police (ITBP)

  6. Assam Rifles (AR) — Rifleman (GD)

  7. Secretariat Security Force (SSF)

এই সাতটি বাহিনী এবং অ্যাসাম রাইফেলস মিলিয়ে মোট ২৫,৪৮৭ শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

📊 শূন্যপদের বণ্টন (প্রাক-প্রকাশিত বিবরণ)

একটি অনুসন্ধানভিত্তিক তালিকা (সরকারি নোটিফিকেশনের ভিত্তিতে) নিচে দেওয়া হলো — এখানে বাহিনী-ভিত্তিক মোট সংখ্যা দেখা যাবে: 

বাহিনী অনুযায়ী মোট শূন্যপদ

বাহিনী (Force) মোট শূন্যপদ
CISF 14,595
CRPF 5,490
SSB 1,764
ITBP 1,293
Assam Rifles 1,706
BSF 616
SSF 23
মোট 25,487

লক্ষ্য করুন: শূন্যপদগুলো পুরুষ ও মহিলা ভেদে ও বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করে নির্ধারিত — এটি সরকারী নোটিফিকেশনের ভিত্তিতে প্রকাশিত বিস্তারিত।

📌 যোগ্যতা ও বেসিক শর্ত

🎓 শিক্ষাগত যোগ্যতা

  • 10ম শ্রেণি (Matric) উত্তীর্ণ হতে হবে। 

📅 বয়স

  • 18–23 বছর (01 জানুয়ারি 2026 তারিখে)
    – SC / ST / OBC / অন্যান্য ক্ষেত্রে বয়স ছাড় ও নিয়ম প্রযোজ্য। 

📍 নাগরিকত্ব

  • ভারতের নাগরিক হতে হবে।

💰 বেতন ও সুযোগ

  • নির্বাচিত কনস্টেবলরা Pay Level-3 (₹21,700 – ₹69,100) স্কেলে বেতন পাবেন (প্রযোজ্য ভাতা সহ)

    📆 আবেদন তারিখ :-

    • আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৫

    • শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫

    • আবেদন লিংক ও নোটিফিকেশন SSC-এর অফিশিয়াল সাইটে পাওয়া যাবে।

Home
Facebook
tetegram
whatapp
Search Cart Home Account WhatsApp